যবিপ্রবির জনসংযোগ শাখার সহকারী পরিচালক হলেন মো. নাজমুল হোসাইন
- প্রকাশিত: ১১:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 419
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রেজিস্ট্রার দপ্তরের জনসংযোগ শাখার সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন।
বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের জনসংযোগ শাখায় কর্মরত তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইনকে উক্ত শাখার সহকারী পরিচালক (জনসংযোগ) এর (চলতি দায়িত্ব) দেয়া হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য, মোঃ নাজমুল হোসাইন ২০২৩ সালে যবিপ্রবির তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের এগ্রো প্রোডাক্ট এন্ড প্রসেসিং টেকনোলজি বিভাগ থেকে ২০২০ সালে স্নাতক এবং ২০২২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।