যবিপ্রবি অ্যান্টি ড্রাগ সোসাইটির নেতৃত্বে সুমন-আরমান | Publician Today

যবিপ্রবি অ্যান্টি ড্রাগ সোসাইটির নেতৃত্বে সুমন-আরমান

Paru Vai প্রকাশ: ০৯ ডিসেম্বর, ২০২৪, ১৫:০৯

যবিপ্রবি প্রতিনিধি :
‘মাদককে না বলুন, ধর্মীয় বিধান মেনে চলুন’ স্লোগানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যান্টি ড্রাগ সোসাইটির যাত্রা শুরু। নব গঠিত কমিটির আহ্বায়ক গণিত বিভাগের শিক্ষার্থী মোঃ সুমন আলী ও সদস্য সচিব রসায়ন বিভাগের শিক্ষার্থী আল আরমান।

সোমবার (৯ ডিসেম্বর) যবিপ্রবি অ্যান্টি ড্রাগ সোসাইটির চারজন উপদেষ্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চারজন যুগ্ম আহ্বায়ক, ১০ জন যুগ্ম সদস্য সচিবসহ মোট ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলো যুগ্ন আহ্বায়ক মোঃ বিপুল মিয়া, মাহমুদ ফয়সাল, মোঃ ইসমাইল ও মোঃ সাকিব হোসেন, যুগ্ম সদস্য সচিব জুবায়ের আহমেদ, আবু বক্কর, সালমান নাজির ইশান, রাহাদুল ইসলাম, মুজাহিদ হাসান, হানিফ আহমেদ, মোঃ ফয়সাল হাবিব, মোঃ মিজানুর রহমান সজীব, মোঃ রকি ও মোঃ হান্নান।

এন্টি ড্রাগ সোসাইটির উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ড. ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, আইসিটি সেলের পরিচালক ড. মোঃ ফরহাদ বুলবুল, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান।