...

যবিপ্রবি উপাচার্যের পদত্যাগ চেয়ে আল্টিমেটাম, শিক্ষার্থীদের সাথে কথা বলতে চান উপাচার্য

Rakib Hasan প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৪, ১৬:০৭

যবিপ্রবি প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পরে একে একে পদ ছেড়েছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ। যে সকল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যগণ এখনও পদত্যাগ পত্র জমা দেয় নাই সেখানে চলছে সাধারণ শিক্ষার্থীদের উপাচার্য বিরোধী আন্দোলন। গত মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-মিছিল করছে সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে ১৪ আগস্ট, শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। যশোরে উপস্থিত না থাকায় ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলতে চান যবিপ্রবির উপাচার্য ডঃ মোঃ আনোয়ার হোসেন।

যবিপ্রবির উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে গত মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে যবিপ্রবিতে চলছে বিক্ষোভ-মিছিল। আন্দোলনের ২য় দিনে “মার্চ টু প্রশাসনিক ভবন” করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে শনিবারের মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দেন। তাদের দাবি না মানলে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুমকি দিয়েছে যবিপ্রবির শিক্ষার্থীরা।

যবিপ্রবি উপাচার্য ডঃ আনোয়ার হোসেনের পদত্যাগের বিষয়ে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ উসামাহ বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের মদদপুষ্ট যবিপ্রবি ভিসি বিগত ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর হামলায় সহযোগিতা করেছে তাই আমাদের এই আন্দোলনের প্রধান দাবি বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার ভিসিসহ প্রক্টর, হল প্রভোস্ট, শিক্ষর সমিতি সভাপতিসহ সকল দালাল সিন্ডিকেটদের পদত্যাগ করতে হবে। এছাড়াও কোন ধরণের রাজনৈতিক দলের জায়গা এই বিশ্ববিদ্যালয়েআমরা চাই না। যদি উপাচার্য পদত্যাগ না করেন তবে আগামী শনিবার থেকে আমরা কঠোর আন্দোলনে যাব।

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সজীব হোসেন বলেন, যবিপ্রবি উপাচার্য তার মেয়াদ কালীন সময়ে যে উন্নয়ন গুলো করেছে সেগুলো ছিল বিগত উপাচার্য সাত্তার স্যারের আমলের। উপাচার্য স্যারের কাছে যখন আমরা কোন দাবি নিয়ে যেতাম তখন তিনি মিথ্যা আশ্বাস দিতেন কিন্তু তিনি সেটা বাস্তবায়ন করেননি। এই মিথ্যুক দূর্নীতিবাজ ভিসিকে আমরা চাই না। ভিসি’র উদ্দেশ্যে বলতে চাই, আপনি জানেন পতনের চেয়ে পদত্যাগ উত্তম তাই স্বসম্মানে পদত্যাগ করুন।

পদত্যাগের বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আনোয়ার হোসেন বলেন, আমি গুচ্ছ ভর্তি কমিটির আহবায়ক হিসেবে গুচ্ছ ভর্তি কার্যক্রম ৯৭ শতাংশ সম্পন্ন করেছি। এই ভর্তি কার্যক্রম সম্পন্ন হলে আমি ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলব। শিক্ষার্থীরা যদি চায় তাহলে আমি থাকবো অন্যথায় থাকবো না।

উল্লেখ্য , উপাচার্য ডঃ আনোয়ার হোসেন গত ১লা আগস্ট উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন এবং ৭ই আগস্ট দেশে এসেছেন বলে জানা যায়।