রুয়েটে স্থবির প্রকল্পে প্রাণ ফিরছে: জুন ২০২৬ এর মধ্যে কাজ শেষের প্রতিশ্রুতি
- প্রকাশিত: ১০:২০:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / 31
রুয়েট প্রতিনিধি:মোহাম্মদ আদিল চৌধুরী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা তিনটি বড় নির্মাণ প্রকল্প—সিভিল ফ্যাকাল্টি বিল্ডিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ECE) ফ্যাকাল্টি বিল্ডিং এবং প্রশাসনিক ভবনের নির্মাণকাজ নতুন করে গতি পাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরবচ্ছিন্ন তদারকি ও চাপের ফলে আজ শনিবার (২৭ জুলাই ২০২৫) এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভার মাধ্যমে এই অচলাবস্থার অবসান ঘটে।
রুয়েট প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, প্রধান প্রকৌশলী, এক্সেনসহ সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশনের কর্ণধার মো: নজরুল ইসলাম।
বৈঠকে মো: নজরুল ইসলাম লিখিতভাবে জানান, আগামী এক মাসের মধ্যে প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি হবে এবং ২০২৬ সালের জুন মাসের মধ্যে সব কাজ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, “দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় প্রকল্পগুলো শেষ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। শিক্ষার্থীদের স্বার্থে প্রশাসনের টানা তদারকির ফলেই আজ লিখিত প্রতিশ্রুতি মিলেছে। আমরা জুন ২০২৬ এর মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছি, যাতে শিক্ষার্থীরা দ্রুত এর সুফল পায়।”
বিশ্বাস কনস্ট্রাকশনের কর্ণধার মো: নজরুল ইসলাম বলেন, “প্রশাসনের দিকনির্দেশনায় দ্রুত জনবল বাড়িয়ে কাজের অগ্রগতি নিশ্চিত করব। অল্প সময়েই এর প্রভাব দৃশ্যমান হবে।”
রুয়েট প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের পর প্রশাসনের এই সক্রিয়তা সাধারণ শিক্ষার্থীদের আশা পূরণে নতুন দৃষ্টান্ত তৈরি করছে—রুয়েটের উন্নয়ন এখন আর শুধু পরিকল্পনায় নয়, বাস্তবে রূপ নিচ্ছে।