০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েট শিক্ষার্থীদের নেসকো ঘেরাও

ক্যাম্পাস ডেস্ক
  • প্রকাশিত: ০৭:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 10

বুয়েটের সাবেক শিক্ষার্থী ও নেসকো রংপুরের সহকারী প্রকৌশলী রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা মঙ্গলবার (২৬ আগস্ট) রাজশাহীতে নেসকো অফিস ঘেরাও করেন।

সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়ে চলমান তিন দফা দাবি ও অভিযুক্ত ডিপ্লোমা শিক্ষার্থীদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি জমা দেন। পরবর্তীতে তারা নেসকো রাজশাহী অফিসের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও ঘেরাও কর্মসূচি পালন করেন।

যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইউশা বলেন, “বৈষম্য, সাইবার বুলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”

পুরকৌশল বিভাগের শিক্ষার্থী রকি অভিযোগ করে বলেন, “আমাদের আন্দোলনের অগ্রণায়ক লিপু ভাই হত্যার হুমকি পেয়েছেন। রোকন ভাইকেও ডিপ্লোমা সন্ত্রাসীরা অফিসে গিয়ে হেনস্তা করেছে। অথচ সরকারের উদাসীনতা হতাশাজনক। বিজয় ছাড়া আর কোনো পথ খোলা নেই।”

ঘেরাও চলাকালে নেসকোর জেনারেল ম্যানেজার হারুন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তদন্তসাপেক্ষে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ে ব্যবস্থা না নিলে “যমুনা ঘেরাও”-এর মতো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বিএসসি-ডিপ্লোমা ইস্যুতে দীর্ঘ আন্দোলন চললেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।

পাবলিকিয়ান টুডে/ এম

শেয়ার করুন

রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েট শিক্ষার্থীদের নেসকো ঘেরাও

প্রকাশিত: ০৭:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

বুয়েটের সাবেক শিক্ষার্থী ও নেসকো রংপুরের সহকারী প্রকৌশলী রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা মঙ্গলবার (২৬ আগস্ট) রাজশাহীতে নেসকো অফিস ঘেরাও করেন।

সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়ে চলমান তিন দফা দাবি ও অভিযুক্ত ডিপ্লোমা শিক্ষার্থীদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি জমা দেন। পরবর্তীতে তারা নেসকো রাজশাহী অফিসের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও ঘেরাও কর্মসূচি পালন করেন।

যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইউশা বলেন, “বৈষম্য, সাইবার বুলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”

পুরকৌশল বিভাগের শিক্ষার্থী রকি অভিযোগ করে বলেন, “আমাদের আন্দোলনের অগ্রণায়ক লিপু ভাই হত্যার হুমকি পেয়েছেন। রোকন ভাইকেও ডিপ্লোমা সন্ত্রাসীরা অফিসে গিয়ে হেনস্তা করেছে। অথচ সরকারের উদাসীনতা হতাশাজনক। বিজয় ছাড়া আর কোনো পথ খোলা নেই।”

ঘেরাও চলাকালে নেসকোর জেনারেল ম্যানেজার হারুন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তদন্তসাপেক্ষে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ে ব্যবস্থা না নিলে “যমুনা ঘেরাও”-এর মতো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বিএসসি-ডিপ্লোমা ইস্যুতে দীর্ঘ আন্দোলন চললেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।

পাবলিকিয়ান টুডে/ এম