রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ও কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- প্রকাশিত: ০৭:১৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / 50
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন (ইঐজঈ) এর মহাসচিব ড, সাইফুল ইসলাম দিলদার ও তার কর্মীদের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশন (ঘঐজঈ) চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতার কৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা সদর
দপ্তরের বিশেষ প্রতিনিধি ঢালী মো, সুমন মাষ্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ আঞ্চলিক শাখার অর্থ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন জয়, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, ভুলতা ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ আল আমিন, কার্যকারি সদস্য মোঃ ফরহাদ হোসেন, মহিলা বিষয় সম্পাদক বিউটি আক্তার সাংবাদিক মনিরুল ইসলাম রিপনসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সহ সকল কর্মীদের বিরুদ্ধে আওয়ামী স্বৈরশাসক সরকারের আমলে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানায়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
হাবিবুল্লাহ মীর