লক্ষ্মীপুরে কার্নিশকে কেন্দ্র করে সংঘাতে গৃহবধূ-তিন সন্তান জখম
- প্রকাশিত: ০৮:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 66
লক্ষ্মীপুর সদরের টুমচর ইউনিয়নে ছাদের কার্নিশ নির্মাণকে কেন্দ্র করে জেঠাতো ভাইয়ের নেতৃত্বে এক গৃহবধূ ও তার তিন সন্তানের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা ঘরে ঢুকে নগদ তিন লাখ টাকা লুট করেছে বলেও দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুর বক্স ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।
আহতরা হলেন বেলাল হোসেনের স্ত্রী ঝর্ণা বেগম (৪৫), ছেলে জিহাদ (২১), মেয়ে শিমু (১৭) ও শিশু মাইশা (৬)। বর্তমানে তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের অভিযোগ অনুযায়ী, বেলালের জেঠাতো ভাই আব্দুর রহিম (৬০), তার ছেলে সজল (২৮), রনি (১৮), স্ত্রী কুসুম (৫৫) ও ভাড়াটে যুবক হৃদয় (২২) লাঠি, দা ও ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঝর্ণা বেগম গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। ছেলে জিহাদের মাথা ফেটে যায় এবং পায়ে দা দিয়ে কোপানো হয়। মেয়ে শিমুর চোখে ছুরি দিয়ে খোঁচা দেওয়া হয় এবং ছোট শিশু মাইশাকেও বুকে লাথি মারা হয়। এর পর হামলাকারীরা ঘরে ঢুকে নগদ তিন লাখ টাকা নিয়ে যায়।
ভুক্তভোগী বেলাল হোসেন অভিযোগ করে বলেন, “জমি মাপজোখ করে দেড় ফুট ফাঁকা রেখে ঘর নির্মাণ করছিলাম। অথচ হিংসার কারণে রহিম পরিবার শুধু হামলাই চালায়নি, ঘরের টাকাও লুট করেছে।”
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “হামলার ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক