...

লক্ষ্মীপুরে ব্যাটারি সার্ভিস এবং রক্ষণাবেক্ষণের উপর প্রশিক্ষণ-ভেক্টর পাওয়ার

Paru Vai প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৪, ১৫:০৬

ব্যাটারি সেক্টরে তরুণদের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করার লক্ষ্যে লক্ষ্মীপুরে ব্যাটারি সার্ভিস ও মেইনটেনেন্সের উপর প্রশিক্ষণের আয়োজন করে ভেক্টর কনসালটেন্ট লিমিটেড। এবং কো-পার্টনার ছিলো ‘বেঙ্গল বি’।

শনিবার (১৬ নভেম্বর, ২০২৪ইং) সকাল দশটায় সোনার বাংলা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিভাগ ছাড়াও প্রাইভেট পলিটেকনিকের প্রায় ৭৫ জন শিক্ষার্থী অংশ নেন।

IMG 20241116 WA0031

এ সময় ভেক্টর পাওয়ারের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তা শাহনিম সাইফ রুহানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেক্টর কনসালটেন্ট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান বাবুল রহমান, অপারেশন ডিরেক্টর তাসফিক আহমেদ চৌধুরী, হেড অব বিজনেস মোঃ মুক্তাদির বিল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ তৌকির আহমেদ, রসূলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আবু আব্দুল্লাহ, চাইনিজ ইঞ্জিনিয়ার লাও ওয়ে, দোভাষী মাহমুদসহ প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলো লক্ষ্মীপুর পলিটেকনিক ডিবেটিং সোসাইটি (এলপিডিএস) এর সদস্যরা।

আয়োজকরা জানান, ব্যাটারি সেক্টরে তরুণদের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করার জন্য আমাদের এ আয়োজন। এর মাধ্যমে যেন শিক্ষার্থীরা এই সেক্টরের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জেনে ভবিষ্যতে কাজে লাগাতে পারে। আজকে তাদের শেষ ওয়ার্কশপ ছিল। এতে তারা তাদের জ্ঞানের ভান্ডারকে বৃদ্ধি করতে সক্ষম হবে।

শেষ পর্যায়ে গুগল কুইজের মাধ্যমে পাঁচজন বিজয়ীকে পুরষ্কৃত করা হয় এবং সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।

এর পূর্বে তাদের লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আরো দুইটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছিল।

হাসিবুর রশীদ
ক্যাম্পাস প্রতিনিধি, এলপিআই