লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামের পুরান বাড়ির পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ জাফর আহম্মেদ তুহিন (৩৮)। এসময় তার কাছ থেকে ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তুহিনের সঙ্গে থাকা অপর দুই মাদক ব্যবসায়ী মাইকেল ও মিরাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এছাড়াও, গ্রেফতারকৃত তুহিন ও তার মা পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে তুহিনসহ ওই চক্রটি মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তুহিনসহ পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক