শহীদদের স্মরণে রুয়েটের উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান
- প্রকাশিত: ০৪:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 412
রুয়েট প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”। ১৭ জুলাই (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার, বিভিন্ন অনুষদের ডিন ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ঐতিহাসিক আন্দোলনের ঘটনাগুলো স্মরণ করেন এবং দেশের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম বলেন, “জুলাই আন্দোলনের চেতনা যেন আমাদের ব্যক্তিগত ও জাতীয় দায়িত্ব পালনে পথ দেখায়। শহীদদের আত্মত্যাগের কাছে আমাদের ত্যাগ কিছুই নয়, তাই সবাইকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”
প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদের জিলানী বলেন, “জুলাইয়ের কৌশিকের মতো সাহসী তরুণদের অবদান জাতি কখনও ভুলবে না। মেধাবী শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগ তৈরি না করলে জাতি পিছিয়ে পড়বে। আমাদের নিজেদের প্রযুক্তি নিজেরাই তৈরি করতে হবে, তাহলেই দেশের মেধার সঠিক মূল্যায়ন হবে।”
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত কৌশিক অপূর্ব বক্তব্য রাখেন, যার উপস্থিতি পুরো পরিবেশকে আবেগময় করে তোলে। তার বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ রুয়েট প্রশাসনের পক্ষ থেকে তাকে এক লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত বছর জুলাই মাসে ছাত্র ও সাধারণ মানুষের অংশগ্রহণে সংঘটিত এক গণঅভ্যুত্থানে দেশ স্বৈরাচারমুক্ত হয়। এই ঐতিহাসিক ঘটনার স্মৃতিকে জীবন্ত রাখতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চলছে “জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”। রুয়েটের আজকের আয়োজন সেই ধারাবাহিক অংশ।