পকেট ভরার জন্য যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে তাকে বিএনপি থেকে বিদায় নিতে হবে: এ্যানি
- প্রকাশিত: ০৯:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 166
রোববার (২৪ আগস্ট) লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, যিনি রাজনীতি করবেন মনে রাখতে হবে তাকে ত্যাগ স্বীকার করতে হচ্ছে এবং ত্যাগ স্বীকার করতে হবে। পকেটস্থ করার জন্য কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে তাকে বিএনপি থেকে বিদায় নিতে হবে। তারেক রহমান কিন্তু এ ব্যাপারে খুব কঠোর। খুব কঠিন। আমরা আশা করছি অক্টোবর- নভেম্বরের মধ্যে তারেক রহমানকে আমরা খুব কাছাকাছি ২০০১ সালের মধ্যে আপনাদের সামনে দেখতে পাবেন।”
তিনি আরও বলেন, “তারেক রহমান দেশে আসার আগেই কী কী পরিকল্পনা, কী কী কাজ, একদিকে দুর্নীতি বন্ধ করার জন্যে কী উদ্যোগ গ্রহণ করতে হবে। আরেকদিকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমার- আপনার, সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা।”
কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এবং আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানসহ প্রমুখ।