শিলংয়ে আমাকে পাগলাগারদে পাঠানো হয়েছিল: সালাহউদ্দিন আহমেদ | Publician Today

শিলংয়ে আমাকে পাগলাগারদে পাঠানো হয়েছিল: সালাহউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ২০:৪৮

গুমের ঘটনা নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারির কাজের অংশ হিসেবে সিলেট সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ—যিনি আওয়ামী লীগ সরকারের আমলে গুম হয়েছিলেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে তিনি সেই পথ ঘুরে দেখেন, যেখান দিয়ে তাকে ভারতের শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরিদর্শন শেষে যমুনা টেলিভিশনের কাছে তিনি গুমের সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন।

সালাহউদ্দিন বলেন, যেদিন আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিছুই বুঝতে পারিনি। মনে হয়েছিল হয়তো ক্রসফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তবে আজ এখানে এসে মনে হচ্ছে, এই পথ দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, “শিলংয়ে গিয়ে চোখ খুলে দিলে বুঝতে পারি, হয়তো আমাকে ছেড়ে দেবে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশের কাছে পৌঁছাই, কিন্তু আমাকে পাগলাগারদে পাঠানো হয়। তখন মনে হয়েছিল, হয়তো জীবনের বাকি সময়টা সেখানেই কাটাতে হবে।”

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমেদকে তুলে নেওয়া হয়। পরিবার অভিযোগ করে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়েছিল। পরবর্তীতে ১১ মে ভারতের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক