...

শেকৃবি উপাচার্যকে দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে দুই উপদেষ্টা

Paru Vai প্রকাশ: ০৫ অক্টোবর, ২০২৪, ১৮:৪৪

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: আবদুল লতিফকে দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন উপদেষ্টা নাহিদ ও ফরিদা আখতার। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তিনি ১ অক্টোবর থেকে হাসপাতালটিতে ভর্তি আছেন। চিকিৎসাধীন উপাচার্যকে দেখতে ৫ অক্টোবর শনিবার রাত আনুমানিক ৮:২০ মিনিটে হাসপাতালটিতে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম ও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার।

এ সময় দুই উপদেষ্টা উপাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন চালিয়েছে তাদের যথাযথ বিচারের আওতায় আনা হবে। কোনোভাবেই তারা ছাড় পাবে না বলে শিক্ষার্থীদের আশ্বস্থ করেন।

শাহরিয়ার ইমন
শেকৃবি