শেকৃবি শিক্ষার্থীদের সংস্কারমূলক কার্যক্রম চলমান
- প্রকাশিত: ১২:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / 41
৫ই আগস্টের পর দেশ এক অজানা দুর্ভোগে পড়ার পর থেকেই সংস্কারে এগিয়ে আসে এদেশের ছাত্রসমাজ। তারই ধারাবাহিকতায় শেকৃবি শিক্ষার্থীরা নিয়মিত হাসপাতাল মনিটরিংসহ আন্দোলনে আহত এবং সাধারণ রোগীদের পাশে থেকে সাহায্য করছেন। আজ ১৭ আগস্ট শেকৃবি শিক্ষার্থীরা সকালে প্রবীণ হাসপাতালে যান এবং দুর্নীতির তথ্যের ভিত্তিতে সত্যতা যাচাই করা এবং প্রশাসকের সাথে প্রায় ৩ ঘন্টার রুদ্ধশ্বাস মিটিংয়ে কর্মকর্তা কর্মচারীদের সরাসরি অভিযোগ উপস্থাপন করানো এবং দ্রুত সময়ের সাথে সকল অভিযোগ আমলে এনে সমাধানের ব্যাবস্থা করতে বলেন। এছাড়াও সিলেট মেডিকেল থেকে আসা জরুরী অবস্থার এক পেশেন্ট কে শেকৃবি শিক্ষার্থীদের তত্বাবধানে নিউরোসায়েন্সে ভর্তি ও সকল কার্যক্রম সম্পন্ন করা হয় এবং সোহরাওয়ার্দী হাসপাতালে ডাক্তার ও নার্সদের সাথে অনুষ্ঠিত মিটিংয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ পর্যায়ে শিক্ষার্থীরা জানান, “আমাদের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় লোকবলের সংকট দেখা যাচ্ছে। সবাই নিজ নিজ জায়গা থেকে সময় দিলে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব”।
শাহরিয়ার ইমন
শেকৃবি