শেখ পরিবারের নামফলক ভাঙতে গিয়ে আহত নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী | Publician Today

শেখ পরিবারের নামফলক ভাঙতে গিয়ে আহত নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

Ashraful প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৬

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক সরানোর চেষ্টা করতে গিয়ে মই থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী শাহজালাল আহমেদ জনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভাষণকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এ সময় ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের সকল মুজিব পরিবারের স্মৃতি চিহ্ন মুছে ফেলার ঘোষণা দেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ‘মুজিব’ ম্যুরাল ভেঙে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

প্রথমে নজরুল ভাস্কর্যের সামনে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। সেখান থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু হলে এসে মই দিয়ে উঠে ‘মুজিব’ ম্যুরাল ভেঙে ফেলেন তারা। পরে শিক্ষার্থীরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক সরাতে গেলে নারী শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। হলের ভেতর থেকে ছাত্রীদের চিৎকার শোনা যাচ্ছিল। এই সময় উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, “রাতের বেলা এভাবে হুট করে হলে ঢুকে পড়াটা আমাদের জন্য ভীতিকর ছিল।”

মই দিয়ে নামফলক সরানোর সময় হঠাৎই পা ফসকে পড়ে যান চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহজালাল আহমেদ জনি। পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।  তার সহযোগীরা জানান, “জনির মাথায় ও হাতে আঘাত লেগেছে।”

এদিকে বঙ্গমাতা হলের নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাতের বেলা মেয়েদের হলে এসে গণ্ডগোল পাকানো ঠিক হয়নি। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। সবার নিরাপত্তা আগে নিশ্চিত করা উচিত ছিল।”