০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সংকট কাটিয়ে বুটেক্সডিসির নতুন পথচলা, নেতৃত্বে আলভী-তামজিদ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৬:৩৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 48

মো. মাহদী হাসান চৌধুরী

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের (বুটেক্সডিসি) কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে নতুন নেতৃত্বের হাত ধরে। ক্লাবের নবনির্বাচিত সভাপতি হয়েছেন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস. এম. আলভী সালমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. তামজিদুর রহমান। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী।

১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ক্লাবের প্রধান উপদেষ্টা অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

গত ১৯ ডিসেম্বর বুটেক্সডিসির ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ ঘোষণার পর ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সঠিক নিয়মে কমিটি গঠিত হয়নি বলে অভিযোগ ওঠে। পদপ্রত্যাশী সদস্যদের আপত্তির ভিত্তিতে তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়ায় কমিটি স্থগিত করা হয়। এরপর প্রধান উপদেষ্টার নির্দেশনায় ৪০তম থেকে ৪৪তম ব্যাচের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে ক্লাবের ভবিষ্যৎ পরিচালনার জন্য ৭ সদস্য বিশিষ্ট জরুরি কমিটি গঠন করা হয়, যা নতুন কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠনের দায়িত্ব পালন করে।

নবনিযুক্ত সভাপতি এস. এম. আলভী সালমান ক্লাবের পুনর্জাগরণের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বুটেক্সডিসি সবসময় বুটেক্সের মানুষের প্রতিনিধিত্ব করে এসেছে এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল থেকে এসেছে। এই শ্রদ্ধাশীলতা বজায় থাকবে সবসময়। আগামীতে বুটেক্সডিসি নিয়মিত সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বুটেক্সডিসির নতুন নেতৃত্ব বদ্ধপরিকর। সুষ্ঠু, সুন্দর এবং বুদ্ধিদীপ্ত চিন্তা চর্চার মাধ্যমে বুটেক্সডিসি আরও এগিয়ে যাবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি।

সাধারণ সম্পাদক মো. তামজিদুর রহমান বলেন, বুটেক্সডিসির দায়িত্ব গ্রহণ করা আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে এক মহৎ দায়িত্বের উপলব্ধি। এই সংগঠন শুধু বিতর্ক চর্চার কেন্দ্র নয়, এটি যুক্তিবাদ, বিশ্লেষণধর্মী চিন্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতার একটি প্ল্যাটফর্ম। জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বুটেক্সের সুনাম বৃদ্ধির ক্ষেত্রে বুটেক্সডিসির অবদান উল্লেখযোগ্য। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আমরা আমাদের অবস্থান আরও দৃঢ় করেছি, এবং আমি এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই। তবে আমাদের দৃষ্টিভঙ্গি কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের উল্লেখযোগ্য কিছু অর্জন রয়েছে, যা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, প্রথমে সিনিয়র সহ-সভাপতি হিসেবে অনুপ সাহা ও সহ-সভাপতি হিসেবে আবির হোসেন পিয়াসের নাম ঘোষণা করা হয়। তবে ব্যক্তিগত কারণে তারা পদত্যাগ করলে ৪৬তম ব্যাচের আজমাইন মাহতাব হোসেনকে ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

শেয়ার করুন

সংকট কাটিয়ে বুটেক্সডিসির নতুন পথচলা, নেতৃত্বে আলভী-তামজিদ

প্রকাশিত: ০৬:৩৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

মো. মাহদী হাসান চৌধুরী

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের (বুটেক্সডিসি) কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে নতুন নেতৃত্বের হাত ধরে। ক্লাবের নবনির্বাচিত সভাপতি হয়েছেন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস. এম. আলভী সালমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. তামজিদুর রহমান। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী।

১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ক্লাবের প্রধান উপদেষ্টা অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

গত ১৯ ডিসেম্বর বুটেক্সডিসির ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ ঘোষণার পর ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সঠিক নিয়মে কমিটি গঠিত হয়নি বলে অভিযোগ ওঠে। পদপ্রত্যাশী সদস্যদের আপত্তির ভিত্তিতে তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়ায় কমিটি স্থগিত করা হয়। এরপর প্রধান উপদেষ্টার নির্দেশনায় ৪০তম থেকে ৪৪তম ব্যাচের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে ক্লাবের ভবিষ্যৎ পরিচালনার জন্য ৭ সদস্য বিশিষ্ট জরুরি কমিটি গঠন করা হয়, যা নতুন কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠনের দায়িত্ব পালন করে।

নবনিযুক্ত সভাপতি এস. এম. আলভী সালমান ক্লাবের পুনর্জাগরণের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বুটেক্সডিসি সবসময় বুটেক্সের মানুষের প্রতিনিধিত্ব করে এসেছে এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল থেকে এসেছে। এই শ্রদ্ধাশীলতা বজায় থাকবে সবসময়। আগামীতে বুটেক্সডিসি নিয়মিত সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বুটেক্সডিসির নতুন নেতৃত্ব বদ্ধপরিকর। সুষ্ঠু, সুন্দর এবং বুদ্ধিদীপ্ত চিন্তা চর্চার মাধ্যমে বুটেক্সডিসি আরও এগিয়ে যাবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি।

সাধারণ সম্পাদক মো. তামজিদুর রহমান বলেন, বুটেক্সডিসির দায়িত্ব গ্রহণ করা আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে এক মহৎ দায়িত্বের উপলব্ধি। এই সংগঠন শুধু বিতর্ক চর্চার কেন্দ্র নয়, এটি যুক্তিবাদ, বিশ্লেষণধর্মী চিন্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতার একটি প্ল্যাটফর্ম। জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বুটেক্সের সুনাম বৃদ্ধির ক্ষেত্রে বুটেক্সডিসির অবদান উল্লেখযোগ্য। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আমরা আমাদের অবস্থান আরও দৃঢ় করেছি, এবং আমি এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই। তবে আমাদের দৃষ্টিভঙ্গি কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের উল্লেখযোগ্য কিছু অর্জন রয়েছে, যা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, প্রথমে সিনিয়র সহ-সভাপতি হিসেবে অনুপ সাহা ও সহ-সভাপতি হিসেবে আবির হোসেন পিয়াসের নাম ঘোষণা করা হয়। তবে ব্যক্তিগত কারণে তারা পদত্যাগ করলে ৪৬তম ব্যাচের আজমাইন মাহতাব হোসেনকে ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।