সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতার সংশ্লিষ্টতার অভিযোগ, ভিডিওতে চিহ্নিত ‘ইমন মোল্লা’
- প্রকাশিত: ০২:৫৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 187
রাজধানীর সচিবালয়ের সামনে আজ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে হঠাৎ করেই সহিংসতা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনী নিয়ে এই হামলায় অংশ নেয় এবং আন্দোলনকে সংঘর্ষে পরিণত করে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে সরাসরি জড়িত ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাগুরা জেলা শাখার নেতা ইমন মোল্লা। ঘটনার সময় সে নিজের ফেসবুক আইডি থেকে একাধিকবার লাইভ সম্প্রচার করে, যেখানে তাকে হামলায় অংশ নিতে এবং উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়।
একাধিক সূত্র জানিয়েছে, ইমন মোল্লা ছাত্রলীগের মাগুরা জেলা শাখার সাবেক সহ-সম্পাদক এবং বর্তমানে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে। তার স্থায়ী ঠিকানা মাগুরা পৌরসভার নতুন বাজার এলাকায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ইমন একজন চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত।

মাগুরার জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও ইমন মোল্লা দেশীয় অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলা চালায়। তারা দাবি করেন, সে সময়ও ইমন মোল্লা নিজে উপস্থিত থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে আন্দোলন দমন ও শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালায়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, “এই ধরনের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি ধারাবাহিক ও পরিকল্পিত প্রচেষ্টা, যার মাধ্যমে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা চলছে।”
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।