১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক থেকে ছিটকে মারা গেলেন মা, বেঁচে রইল কোলে থাকা শিশু

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০২:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • / 31

গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি–লিচুবাগান সড়কে ঘটে

ঈদের আনন্দ শেষে বাবার বাড়ি থেকে সুবর্ণা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মারা গেলেন। তার সঙ্গে ছিল ৩ সন্তান। এ দুর্ঘটনা গত শুক্রবার দুপুরে গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি–লিচুবাগান সড়কে ঘটে

সুবর্ণা আক্তার একটি অটোরিকশা দুর্ঘটনায় মারা গেলেও তার আড়াই বছর বয়সের সন্তান রাইসা ও অন্যান্য দুটি সন্তান বেঁচে গেছেন। সুবর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মেয়ে এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের নিগুয়ারি গ্রামের মো. শামীমের স্ত্রী ছিলেন। শনিবার রাত ১১টায় রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে সুবর্ণার মৃত্যু হয়।একই হাসপাতালে তার মেয়ে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সুবর্ণার পরিবারের লোকজন জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা করে সুবর্ণা বাবার বাড়ি আসার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় আড়াই বছর বয়সী মেয়ে মোসা. রাইসা তার কোলে ছিল।

শেয়ার করুন

সড়ক থেকে ছিটকে মারা গেলেন মা, বেঁচে রইল কোলে থাকা শিশু

প্রকাশিত: ০২:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

ঈদের আনন্দ শেষে বাবার বাড়ি থেকে সুবর্ণা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মারা গেলেন। তার সঙ্গে ছিল ৩ সন্তান। এ দুর্ঘটনা গত শুক্রবার দুপুরে গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি–লিচুবাগান সড়কে ঘটে

সুবর্ণা আক্তার একটি অটোরিকশা দুর্ঘটনায় মারা গেলেও তার আড়াই বছর বয়সের সন্তান রাইসা ও অন্যান্য দুটি সন্তান বেঁচে গেছেন। সুবর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মেয়ে এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের নিগুয়ারি গ্রামের মো. শামীমের স্ত্রী ছিলেন। শনিবার রাত ১১টায় রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে সুবর্ণার মৃত্যু হয়।একই হাসপাতালে তার মেয়ে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সুবর্ণার পরিবারের লোকজন জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা করে সুবর্ণা বাবার বাড়ি আসার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় আড়াই বছর বয়সী মেয়ে মোসা. রাইসা তার কোলে ছিল।