আনোয়ার হোসাইন, এম ইউ প্রতিনিধি
মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ও ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের চারজন সদস্য। এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির রোভার স্কাউটিং কার্যক্রম জাতীয় পর্যায়ে বিশেষভাবে স্বীকৃত ও প্রশংসিত হয়েছে।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত সদস্যরা হলেন— সাবেক সিনিয়র রোভার মেট মোঃ তারেক মিয়া, রোভার মেট শাহরিয়ার আলম মেহেদী তাপাদার,
রোভার মেট মোঃ মোরছালিন রাজ, এবং সিনিয়র গার্ল ইন রোভার মেট তাওহিদা বিনতে হাসান চৌধুরী।
তাঁরা দীর্ঘদিন ধরে রোভার স্কাউটিংয়ের নীতি ও আদর্শ অনুসরণ করে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
উল্লেখ্য, স্কাউট, রোভার, স্কাউটার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মানবকল্যাণে আত্মনিবেদিত ব্যতিক্রমধর্মী কার্যক্রম—যেমন বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়-ঝঞ্ঝা ও বিভিন্ন দুর্যোগকালে উদ্ধার কার্যক্রম, ত্রাণ সংগ্রহ ও বিতরণসহ ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে পরিমাপযোগ্য ও ধারাবাহিক সহায়তা প্রদান—এর স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।
এই গৌরবোজ্জ্বল অর্জনকে স্বাগত জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান এমিরেটাস ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী, গ্রুপ সভাপতি অধ্যাপক শেখ আশরাফুর রহমান, গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার মো. আমজাদ হোসেন, এবং গার্ল ইন রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী। তাঁরা অ্যাওয়ার্ডপ্রাপ্ত সদস্যদের প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটিং কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলের অভিমত, এই স্বীকৃতি তরুণদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে এবং রোভার স্কাউটিং কার্যক্রমকে অধিকতর গতিশীল ও সম্প্রসারিত করতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের স্বেচ্ছাসেবীদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক
