সরকার প্রয়োজন মনে করলে কোটার অনুপাত পরিবর্তন করতে পারবে: হাইকোর্টের সংক্ষিপ্ত রায়
- প্রকাশিত: ০২:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / 38
উচ্চ আদালত থেকে প্রকাশিত সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছে যে, সরকার চাইলে কোটার অনুপাত পরিবর্তন করতে পারবে। রায়ে মুক্তিযোদ্ধাদের সন্তান/নাতি-নাতনিদের জন্য কোটা পুনর্বহাল এবং জেলা, মহিলা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সংখ্যালঘু ও অন্যান্যদের জন্য সংরক্ষিত কোটার বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৮ সালে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল, তা অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত এ রায় প্রদান করেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। গত ৫ জুন হাইকোর্ট পরিপত্র বাতিলের ঘোষণা দেন এবং আজ বৃহস্পতিবার ওই রায়ের সংক্ষিপ্ত আদেশ প্রকাশিত হয়।
রায়ে উল্লেখ করা হয়েছে, “তবে সরকারের প্রয়োজন অনুযায়ী কোটার অনুপাত বা শতাংশ পরিবর্তন, হ্রাস বা বৃদ্ধি করার ক্ষেত্রে এ রায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।” এছাড়া, সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা থেকে পূরণ না হলে সাধারণ মেধাতালিকা থেকে শূন্য পদ পূরণ করতে সরকারের স্বাধীনতা রয়েছে।
এ রায়ের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সন্তান/নাতি-নাতনিদের জন্য পুনরায় কোটা চালু করা এবং অন্যান্য সংরক্ষিত কোটাগুলোর বহাল রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।