সাইবার বুলিং ও ধর্ষণের হুমকির প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের কর্মসূচি | Publician Today

সাইবার বুলিং ও ধর্ষণের হুমকির প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের কর্মসূচি

DIU CORRESPONDENT প্রকাশ: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ছাত্রদল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নতুন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পলাশ মোড় ঘুরে পুরাতন ক্যাম্পাসের লাল ভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা হাতে ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন— “গুপ্ত তুমি সুপ্ত হও”, “সাইবার বুলিং বন্ধ করো”, “এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন”, “নারী নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”।

ডিআইইউ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ বলেন,“শিবির অর্থাৎ সাবেক ছাত্রলীগের অনলাইন সন্ত্রাসীরা আমার বোনদের প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দেওয়ার জন্য সাইবার বুলিংয়ের মাধ্যমে হেনস্তা করছে। তারা গণধর্ষণের হুমকি দিয়ে প্রমাণ করেছে— নাম পরিবর্তন করলেও চরিত্র পরিবর্তন করতে পারেনি। ৭১-এর আলবদর, হাসিনার ছাত্রলীগ এবং বর্তমানের আলবটর একই।”

তিনি আরও বলেন,“যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না এবং নারীর সম্মান করে না, তাদের রাজনীতি করার অধিকার নেই। যারা আমার বোনদের প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দিতে চায়, এ দেশের জনগণ তাদের ব্যালটের মাধ্যমে দমিয়ে দেবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল হৃদয়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মঈন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপুল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সাগর এবং দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক