সুইমিংপুলে দুর্ঘটনার শিকার হয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্র তাফহিমের অকাল মৃত্যু
- প্রকাশিত: ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 106
গাজীপুরের একটি রিসোর্টে সুইমিংপুলে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন সোনারগাঁও ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থী তাফহিম। আজ (২১ আগস্ট) সন্ধ্যায় তার জানাজা সম্পন্ন হয়।
সহপাঠী সূত্রে জানা যায়, তাফহিম তার বন্ধুদের সঙ্গে গাজীপুরে ঘুরতে গিয়েছিলেন। সেখানে সুইমিংপুলে পা পিছলে পড়ে গিয়ে তার পিঠের মেরুদণ্ডের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ঘাড়ের অংশে সংক্রমণ ছড়িয়ে পড়ে।
দীর্ঘদিন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ তার মৃত্যু হয়। তাফহিমের অকাল মৃত্যুতে তার পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। তাফহিমের সহপাঠীরা এই মর্মান্তিক ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।