সোনারগাঁও ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ ইন্টার-ডিপার্টমেন্ট মুট কোর্ট কম্পিটিশন-২০২৪
- প্রকাশিত: ০৬:৪৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / 39
“সোনারগাঁও ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি(এসইউএমসিএস)” কতৃক আয়োজিত হলো ৬ষ্ঠ ইন্টার-ডিপার্টমেন্ট মুট কোর্ট কম্পিটিশন-২০২৪।
গতোকাল মঙ্গলবার (৮ই অক্টোবর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গ্রাউন্ড ফ্লোরে অত্যন্ত জাকজমকপূর্ণ এবং আইন বিভাগের ছাত্র-ছাত্রীদের স্বঃতস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি মুখোরিত ছিলো।
অংশগ্রহণকারী রেসপনডেণ্ট টিম-A লড়াই করেছেন আইন বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী উম্মে তাইয়্যেবা,সিন্দিদ বিন হোসাইন এবং ইয়াসির আরাফাত।
অন্যদিকে এপ্লিক্যান্ট টিম-B ছিলেন ইশতিয়াক হোসাইন,আয়েশা আক্তার এবং নুসরাত জাহান তাইয়্যেবা।
উক্ত অনুষ্ঠানে এডজুডিকেটর হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আতিকুস সামাদ (জয়েন্ট ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ এন্ড ডেপুটি রেজিস্ট্রার), সহকারী অধ্যাপক এবং হেড অব ডিপার্টমেন্ট অব ‘ল’ শারমিন জাহান রুনা, এবং মোঃ সাগর হোসাইন (মডারেটর,এসইউএমসিএস)
এছাড়াও স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি(ভারপ্রাপ্ত) অধ্যাপক বুলবুল আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাবুদ (ডিন,আর্টস এন্ড হিউম্যানিটিস,এসইউ)
প্রতিযোগিদের তুমুল লড়াই এবং বিজ্ঞ বিচারকদের যাচাইয়ের মাধ্যমে শেষ পর্যন্ত রেসপন্ডেন্ট টিম-A এর কাছে ধরাশায়ী হয়ে পরাজিত হয় এপ্লিক্যান্ট টিম-B,এবং বিজয়ী ঘোষণা করা হয় রেসপন্ডেন্ট টিম-A কে।
পরাজিত এপ্লিক্যান্ট টিমে বেস্ট রিসার্চার হিসেবে পুরস্কার পান আইন বিভাগের ২৯ ব্যাচের মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান তাইয়্যেবা। তার সহপাঠী এবং সোনারগাঁও ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সকল এক্সিকিউটিভ অভিনন্দন জানায়।
এছাড়াও টিম বি বেস্ট মেমোরিয়াল এর এওয়ার্ড পেয়েছে। এই মেমোরিয়াল তৈরী করেছেন নুসরাত জাহান তাইয়্যেবা(২৯ ব্যাচ), আহানাফ হাবিব(৩১ ব্যাচ),তামান্না(২৩ ব্যাচ),নিসরাত জাহান(৩০ ব্যাচ),ফাতেমা(৩০ ব্যাচ),তৃষা (২৯ ব্যাচ)
ছাত্রছাত্রীদের এই প্রতিযোগীতা দেখে সহকারী অধ্যাপক এবং হেড অব ডিপার্টমেন্ট অব ল শারমিন জাহান রুনা বলেন-“আমি এই ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা দেখে সত্যিই অভিভূত। সামনের দিনগুলোতে আমরা প্রতিবছর দুটি করে মুট কম্পিটিশন করব, যদিও এর আগে বছরে একবার হতো।”
এই সম্পূর্ণ প্রতিযোগিতা আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেন আইন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা- মরিমম আক্তার মীম,হাসিব,আনন্দ বিশ্বাস,আবু সেলিম এবং জনি।
মীর পারভেজ
সোনারগাঁও ইউনিভার্সিটি