...

সোনারগাঁও ইউনিভার্সিটিতে “ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৪” অনুষ্ঠিত 

Paru Vai প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৪, ১৫:১৭

“Navigation Futures,Empowering Careers”- প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৪শে নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হলো ক্যারিয়ার বিষয়ক এক জমকালো আয়োজন। বর্তমান চাকরির বাজার, প্রফেশনাল ব্যাক্তিবর্গের সাথে কিছু সময় কাটানোর লক্ষ্যে – সোনারগাঁও ইউনিভার্সিটি বিজনেজ ক্যারিয়ার কাউন্সেলিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়। 

প্রোগ্রামটি উক্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামটি দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৫.৩০ পর্যন্ত মুখোরিত থাকে।

IMG 20241124 WA0028

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর শামীম আরা হাসান, বিশেষ অতিথি প্রো-ভিসি প্রফেসর বুলবুল আহমেদ (ভারপ্রাপ্ত),  প্রফেসর ড.একরামুল হাসান (ট্রেজারার),  ড. মোঃ মাসুদ রানা (এসোসিয়েট প্রফেসর এন্ড হেড, ডিপার্টমেন্ট অফ বিজনেজ এডমিনস্ট্রেশন), প্রফেসর আল-আমিন মোল্লা (ডিন,ফ্যাকাল্টি অব বিজনেজ) 

মূল বক্তা হিসেবে তানিয়া সুলতানা (সিনিয়র হিউম্যান রিসোর্স,পারটেক্স স্টার গ্রুপ) তার মূল্যবান কিছু কথা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন যেটা একজন শিক্ষার্থী হিসেবে ক্যারিয়ার ডেভেলপমেন্টে কিভাবে কাজে লাগতে পারে 

IMG 20241124 WA0021

এছাড়াও জামিল রওশন (হিউম্যান রিসোর্স অফিসার,এপেক্স ফুটওয়্যার লিমিটেড), তিনি সিভি রাইটিং এবং ইন্টারভিও বিষয়ক খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেন। 

IMG 20241124 WA0018

এছাড়াও শিক্ষার্থীদের মাঝে সিভি কম্পিটিশন এর আয়োজন করা হয়। যেখানে টপ ৫ কে পুরষ্কার দিবে “Bright Skill”

উক্ত অনুষ্ঠানে ইন এসোসিয়েশনে ছিলো বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্টভিত্তিক প্লাটফর্ম ” Excellence Bangladesh”। এছাড়াও এ আয়োজনটি জাকজমকপূর্ণ করতে স্ট্রাট্যাজিক পার্টনার ছিলো ‘ সোনারগাঁও ইউনিভার্সিটি বিজনেজ ক্লাব’, টেকনিক্যাল পার্টনার ছিলো ‘CodeFuturist’ (একাডেমিক টু কর্পোরেট ব্রিজ রিলেশন ভিত্তিক কমিউনিটি),  মিডিয়া পার্টনার ‘Publician Today’ এবং ‘খেলা টিভি’, ফটোগ্রাফি পার্টনার ‘ফিল্মিক শট’, ওয়েব পার্টনার ‘অনির্বান বাংলাদেশ’, ইভেন্ট পার্টনার “Triple C”, লার্নিং পার্টনার ” Public Speaking Official (PSO)”

অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে স্পিকারদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন ডিন,ফ্যাকাল্টি অব বিজনেজ – প্রফেসর আল-আমিন মোল্লা

বিজনেজ ক্যারিয়ার কাউন্সেলিং ক্লাবের প্রেসিডেন্ট মোঃ নাইম বলেন “ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে থিউরিটিক্যাল পড়াশোনার বাইরে ইন্ডাস্ট্রি এবং প্রফেশনাল লাইফের সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছি, আমরা সামনে এই ক্লাব এবং এক্সিলেন্স বাংলাদেশের মাধ্যমে বিভিন্ন সামিট,জব ফেয়ার করব।”

Messenger creation 42F4794B 28C3 48CE ADC4 E36D41E24AF7

মীর পারভেজ

সোনারগাঁও ইউনিভার্সিটি