ব্রেকিং নিউজ :
স্থানীয়রা কেটে ফেলেছে,গোপালগঞ্জের ‘কথা বলা’ সেই আলোচিত গাছ
ডেস্ক রিপোর্ট
- প্রকাশিত: ০১:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / 92
গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচিত গাছ,যেখানে গাছ কান পাতলে “নারী কণ্ঠে কথা শোনা যায়” এমন কথা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও উৎসুক জনতা সেখানে গিয়ে ভিড় করতে থাকেন। পরে বিষয়টিকে গুজব ও ভুয়া দাবি করে আলোচিত সেই গাছটিকে কেটে ফেলেছে স্থানীয়রা
স্থানীয়রা বলছেন, গাছে কান পাতলে কথা শোনার বিষয়টি সম্পূর্ন গুজব ছিল। গাছ থেকে কথা শোনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক নাহমিনা বেগম জানান, গাছে কান পাতলে কথা শোনা যায় এটার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। তবে গাছের একটি শক্ত নেটওয়ার্ক রুট রয়েছে,যা অনেকদূর নিয়ে বিস্তৃত। এর মাধ্যমে এক গাছ আরেক গাছকে উপকার করে থাকে। তবে গাছে কান পাতলে কথা শোনার বিষয়টি পুরোটাই কুসংস্কার।