...

স্পোর্টস ক্লাবের আমন্ত্রণে এম ইউ ক্যাম্পাসে ‘মি. ডিপেন্ডেবল’

MU Correspondent প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ২১:৫১

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক অনন্য দিন কাটল ক্রিকেটপ্রেমীদের জন্য। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের উদ্যোগে গত ৩০ শে অক্টোবর, বৃহস্পতিবার ক্যাম্পাসে উপস্থিত হন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। তাঁর আগমন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও উচ্ছ্বাস।

ক্যাম্পাসে প্রবেশের পরপর ই আয়োজকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। তারপর তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ পরিদরর্শন করেন। পরবরর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম. হাবিবুর রহমান চৌধুরী হলে এক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান  ইমেরিটাস জনাব তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত চেয়ারম্যান জনাব তানভীর চৌধুরী,স্পোর্টস ক্লাবের সদস্য সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মুশফিকুর রহিম তাঁর ক্রিকেট জীবনের অভিজ্ঞতা, পরিশ্রম ও অধ্যবসায়ের গল্প শেয়ার করেন। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের স্বপ্ন দেখার ও আরও কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা জোগায়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব এক বিবৃতিতে জানায়, “বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারকে আতিথ্য জানাতে পারা আমাদের জন্য সত্যিই গর্বের। এটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া যাত্রার এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।”

ক্লাবের প্রেসিডেন্ট জনাব তাহমিদ অন্তর বলেন, “বাংলাদেশ ক্রিকেটের এক কিংবদন্তিকে ক্যাম্পাসে পেয়ে আমরা অভিভূত। এটি সত্যিই এক স্বপ্নপূরণের মুহূর্ত। বিশেষ ধন্যবাদ রাজিন সেলেহ স্যার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও চেয়ারম্যান তানভির চৌধুরী স্যারকে, যাঁদের সহায়তায় এই আয়োজন সম্ভব হয়েছে।”

অনুষ্ঠানটি কাভার করেন বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাব চিত্রাচার। দিনটি স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীরা বলেন, “এটা ছিল সত্যিই অনুপ্রেরণামূলক ও স্মরণীয় এক দিন।”

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক