...

হাবিপ্রবির নতুন উপাচার্য জাবি’র অধ্যাপক এম. এনামুল্লাহ

Paru Vai প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৪, ১৩:৪৯

হাবিপ্রবি প্রতিনিধিঃ-
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এম. এনামুল্লাহ।

সোমবার (২১শে অক্টোবর) বিকেলে শিক্ষা মন্ত্রণালেয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

IMG 20241021 WA0023

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন,২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক এম. এনামুল্লাহ,রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা-কে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।

মো. রাফিউল হুদা,হাবিপ্রবি