...

হামদর্দ পাবলিক কলেজে প্রথম ফটোগ্রাফি ফেস্ট ‘এক্সপোজার’ ৬ ডিসেম্বর

অনলাইন ডেস্ক প্রকাশ: ০৪ ডিসেম্বর, ২০২৫, ১৬:২৯

হামদর্দ পাবলিক কলেজ ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে আগামী ৬ ডিসেম্বর ২০২৫ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ফটোগ্রাফি ফেস্ট “Exposure: The Photography Contest”। সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে শুরু হবে দিনব্যাপী এই আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হামদর্দ পাবলিক কলেজ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ মুতাওয়াল্লি ড. হাকিম মো. ইউসুফ হারুন ভূঁইয়া।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে থাকবেন হামদর্দ পাবলিক কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) প্রফেসর কামরুন নাহার হারুন।

ফটোগ্রাফিক সোসাইটির এ আয়োজনে শিক্ষার্থীরা তাদের তোলা সেরা ছবি প্রদর্শনের সুযোগ পাবেন। থাকবে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনাসভা এবং ফটোগ্রাফি–বিষয়ক দিকনির্দেশনা। বাছাইকৃত ছবি পুরস্কৃত করা হবে—যা শিক্ষার্থীদের জন্য বাড়তি অনুপ্রেরণা যোগাবে।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস, পাবলিকিয়ান টুডে ও  এটিএন বাংলা। এছাড়া বেভারেজ পার্টনার হিসেবে থাকছে রূহ আফজা।

ফটোগ্রাফিপ্রেমী শিক্ষার্থীদের জন্য এটি হবে সৃজনশীলতা ও দক্ষতা বিনিময়ের এক অনন্য সুযোগ।

পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক