১৫ দিনের মধ্যে চারটি দাবি পূরণের লিখিত আশ্বাসে অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা
- প্রকাশিত: ১০:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 2
আগামী ১৫ দিনের মধ্যে চারটি দাবি পূরণ করা হবে—উপাচার্যের এমন লিখিত আশ্বাসে প্রায় সাড়ে ২৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম শিক্ষার্থীদের হাতে একটি লিখিত আশ্বাসপত্র তুলে দেন এবং নিজ হাতে জুস পান করিয়ে অনশন ভাঙান।
শিক্ষার্থীদের দেওয়া লিখিত আশ্বাসপত্রে বিশ্ববিদ্যালয় উন্নয়নের একটি রোডম্যাপ তুলে ধরা হয়। এতে বলা হয়েছে:
১। পিডি নিয়োগ: পিডি নিয়োগের পর আগামী ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডিজ-এর কাজ শেষ করা হবে।
২। বাসের সংখ্যা বৃদ্ধি: আগামী মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের বিভিন্ন রুটে বাসের সিট সংকট নিরূপণ করে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে।
৩। অ্যাম্বুলেন্স কেনা: আরেকটি অ্যাম্বুলেন্স কেনার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেতে আগামী রবিবার মন্ত্রণালয়ে একটি বিশেষ আবেদনপত্র দাখিল করা হবে।
৪। জমির পুনঃমূল্যায়ন: আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমির পুনঃমূল্যায়ন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, অবকাঠামো উন্নয়ন, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও জমি অধিগ্রহণের দাবিতে গতকাল রাত ১০টা থেকে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক