০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

১৫ বছরের অনিয়ম-দুর্নীতির অভিযোগ চেয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

অনিরুদ্ধ সাজ্জাদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • প্রকাশিত: ০৬:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 65

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সময়কালে সংঘটিত প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণসহ অভিযোগ চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১০ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী, উক্ত সময়সীমার মধ্যে ঘটে যাওয়া যে কোনো প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সুস্পষ্ট তথ্য-প্রমাণসহ আগামী ১৯ মার্চ ২০২৫ সালের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে নির্ধারিত অভিযোগ বক্সে জমা দিতে হবে।

এর আগে, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেট সভায় বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত একাডেমিক, প্রশাসনিক ও অন্যান্য বিষয়ে তদন্তের জন্য তিনটি পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। বর্তমান প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৃঢ় অবস্থান নিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব অনিয়মের তদন্ত করা হবে।

শেয়ার করুন

১৫ বছরের অনিয়ম-দুর্নীতির অভিযোগ চেয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রকাশিত: ০৬:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সময়কালে সংঘটিত প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণসহ অভিযোগ চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১০ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী, উক্ত সময়সীমার মধ্যে ঘটে যাওয়া যে কোনো প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সুস্পষ্ট তথ্য-প্রমাণসহ আগামী ১৯ মার্চ ২০২৫ সালের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে নির্ধারিত অভিযোগ বক্সে জমা দিতে হবে।

এর আগে, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেট সভায় বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত একাডেমিক, প্রশাসনিক ও অন্যান্য বিষয়ে তদন্তের জন্য তিনটি পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। বর্তমান প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৃঢ় অবস্থান নিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব অনিয়মের তদন্ত করা হবে।