১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১৫ লাখ টাকা ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অটোরিকশা চালক অনিক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: ০৯:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 252

অটোরিকশা চালক অনিক

ডেস্ক রিপোর্ট
কুমিল্লা নগরীতে এক অটোরিকশাচালক তাঁর সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা পেয়েও এক মুহূর্তের জন্যও লোভে পড়েননি তিনি। বরং নিজ উদ্যোগে টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করে তা ফেরত দিয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে কুমিল্লা শহরের বজ্রপুর এলাকায়। অনিক নামের ওই তরুণ চালক নগরীর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা-ও একজন অটোরিকশাচালক।

জানা যায়, ওই সকালে স্বর্ণ ব্যবসায়ী মরন তার মেয়েকে স্কুলে নামিয়ে দিতে অনিকের অটোরিকশায় ওঠেন। মেয়েকে নামিয়ে দিতে গিয়ে তাড়াহুড়ায় অটোরিকশায় একটি নীল রঙের পলিথিন ব্যাগ ফেলে যান, যেখানে ছিল নগদ ১৫ লাখ টাকা। বিষয়টি বুঝতে পেরে মরন দিশেহারা হয়ে পড়েন, কারণ তিনি আর অটোরিকশাটি খুঁজে পাচ্ছিলেন না।

অন্যদিকে, যাত্রী নামিয়ে অনিক চা খেতে যান রাজগঞ্জ এলাকার একটি দোকানে। সেখানেই তিনি পেছনের সিটে ফেলে যাওয়া ব্যাগটি দেখতে পান। কৌতূহলবশত ব্যাগটি খুলে তিনি দেখতে পান ভেতরে মোড়ানো কাগজের বান্ডিল—যা আসলে টাকা। গুনে দেখা যায়, পুরো ১৫ লাখ টাকা।

হঠাৎ এত টাকা দেখে অনিক কিছুটা ঘাবড়ে যান এবং বিষয়টি পাশের আরেক চালককে জানান। সেই চালক তাকে পরামর্শ দেন টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করে ফেরত দেওয়ার জন্য। পরবর্তীতে অনিক তার বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনিও তাকে বলেন, “হারাম টাকা দিয়ে জীবন চলে না। টাকার মালিককে খুঁজে বের কর।”

বাবার উৎসাহে অনিক আবার স্কুলের দিকে ফিরে যান। কয়েক দফা চেষ্টার পর অবশেষে তিনি ব্যবসায়ী মরনের খোঁজ পান এবং তার হাতে ব্যাগটি হস্তান্তর করেন।

টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে মরন বলেন, “আমি ভাবতেই পারিনি যে এভাবে টাকা ফেরত পাব। অনিকের সততায় আমি অভিভূত। এমন তরুণই সমাজের আসল সম্পদ।”

সামান্য আয়ে জীবন চালানো এক তরুণ অটোরিকশাচালকের এমন সততার উদাহরণ নিঃসন্দেহে সমাজে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। অনিক প্রমাণ করে দিয়েছেন, সততা এখনও হারিয়ে যায়নি।

শেয়ার করুন

১৫ লাখ টাকা ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অটোরিকশা চালক অনিক

প্রকাশিত: ০৯:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ডেস্ক রিপোর্ট
কুমিল্লা নগরীতে এক অটোরিকশাচালক তাঁর সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা পেয়েও এক মুহূর্তের জন্যও লোভে পড়েননি তিনি। বরং নিজ উদ্যোগে টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করে তা ফেরত দিয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে কুমিল্লা শহরের বজ্রপুর এলাকায়। অনিক নামের ওই তরুণ চালক নগরীর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা-ও একজন অটোরিকশাচালক।

জানা যায়, ওই সকালে স্বর্ণ ব্যবসায়ী মরন তার মেয়েকে স্কুলে নামিয়ে দিতে অনিকের অটোরিকশায় ওঠেন। মেয়েকে নামিয়ে দিতে গিয়ে তাড়াহুড়ায় অটোরিকশায় একটি নীল রঙের পলিথিন ব্যাগ ফেলে যান, যেখানে ছিল নগদ ১৫ লাখ টাকা। বিষয়টি বুঝতে পেরে মরন দিশেহারা হয়ে পড়েন, কারণ তিনি আর অটোরিকশাটি খুঁজে পাচ্ছিলেন না।

অন্যদিকে, যাত্রী নামিয়ে অনিক চা খেতে যান রাজগঞ্জ এলাকার একটি দোকানে। সেখানেই তিনি পেছনের সিটে ফেলে যাওয়া ব্যাগটি দেখতে পান। কৌতূহলবশত ব্যাগটি খুলে তিনি দেখতে পান ভেতরে মোড়ানো কাগজের বান্ডিল—যা আসলে টাকা। গুনে দেখা যায়, পুরো ১৫ লাখ টাকা।

হঠাৎ এত টাকা দেখে অনিক কিছুটা ঘাবড়ে যান এবং বিষয়টি পাশের আরেক চালককে জানান। সেই চালক তাকে পরামর্শ দেন টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করে ফেরত দেওয়ার জন্য। পরবর্তীতে অনিক তার বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনিও তাকে বলেন, “হারাম টাকা দিয়ে জীবন চলে না। টাকার মালিককে খুঁজে বের কর।”

বাবার উৎসাহে অনিক আবার স্কুলের দিকে ফিরে যান। কয়েক দফা চেষ্টার পর অবশেষে তিনি ব্যবসায়ী মরনের খোঁজ পান এবং তার হাতে ব্যাগটি হস্তান্তর করেন।

টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে মরন বলেন, “আমি ভাবতেই পারিনি যে এভাবে টাকা ফেরত পাব। অনিকের সততায় আমি অভিভূত। এমন তরুণই সমাজের আসল সম্পদ।”

সামান্য আয়ে জীবন চালানো এক তরুণ অটোরিকশাচালকের এমন সততার উদাহরণ নিঃসন্দেহে সমাজে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। অনিক প্রমাণ করে দিয়েছেন, সততা এখনও হারিয়ে যায়নি।