৭ দফা দাবি আদায়ে বাকৃবি উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীরা | Publician Today

৭ দফা দাবি আদায়ে বাকৃবি উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক প্রকাশ: ০৮ আগস্ট, ২০২৪, ১৩:৪৫

বাকৃবি প্রতিনিধি :

সকল রাজনীতি বন্ধসহ ৭ দফা দাবি নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত প্রায় ৬০ জন শিক্ষার্থী উপাচার্য বাসভবনের সামনে উপস্থিত হয়। এ সময় শিক্ষার্থীদের ২০ জনের প্রতিনিধি দল ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমানের সাথে আলোচনা সভায় দাবিগুলো জানায়।

সাধারণ শিক্ষার্থীরা ৭ দফা দাবি নিয়ে বলেন, ‘সকল রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ক্লাস শুরু হওয়ার ঘোষণা ৭ দিনের মধ্যে দিতে হবে, প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে গঠন করতে হবে, সকল হলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে, যারা আন্দোলন করেছে তাদের কোনো রকম হয়রানি করা যাবে না এবং যারা নিপীড়ন করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

এ সময় বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকারসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপাচার্য ড.খন্দকার মো. মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীদের প্রতিনিধি দল এসে তাদের দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক মনে হয়েছে। সকলের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হবে।

আলিফ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়