ব্রেকিং নিউজ :
গুলিতে কান ফুটো হয়ে গেছে ট্রাম্পের
ডেস্ক রিপোর্ট
- প্রকাশিত: ০৫:৪৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / 32
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। খবর বিবিসির।
সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় একটি ভবনের ছাদ থেকে তার ওপর স্নাইপার দিয়ে হামলা হয়েছে বলে জানা গেছে। এতে তার ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে।
ট্রাম্প দেশটির সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেয়ায় তিনি তাদের ধন্যবাদ দেন।