মায়ের কাপড় কাচার ফাঁকে পদ্মায় ডুবে যায় শিশুটি! - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

মায়ের কাপড় কাচার ফাঁকে পদ্মায় ডুবে যায় শিশুটি!

publiciantoday@gmail.com প্রকাশ: ১৬ জুন, ২০২৪ ১৩:৫১

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ডুবে তুহিন প্রামাণিক (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দৌলতদিয়ার পাঁচ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে পড়ে ডুবে যায় শিশুটি।

স্থানীয়রা জানান, বিকেলে শিশুটির মা তাকে গোসল করিয়ে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে কাপড় কাচছিলেন। নদীর পাড়ে খেলতে খেলতে হঠাৎই শিশুটি নদীতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রয়েল আহমেদ জানান, আমাদের এখানে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধারে কাজ করছে।