কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার প্রস্তাব সংসদ সদস্যের  - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার প্রস্তাব সংসদ সদস্যের 

publiciantoday@gmail.com প্রকাশ: ২০ জুন, ২০২৪ ১৭:০৬

সরকার দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বীর (উত্তম) সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা করার প্রস্তাব দিয়েছেন।

চাকরিতে কোটাবিরোধী আন্দোলনের বিষয়ে রফিকুল ইসলাম বলেন, আমরা যুদ্ধ করেছিলাম এ প্রজন্মকে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। তারা আন্দোলন করছে, সেই ভাষা আমাদের বুঝতে হবে। সেটা অনুধাবন করে আমাদের সমঝোতার মাধ্যমে মিটমাট করতে হবে। যাতে এ আন্দোলনটা জনগণকে আমাদের পক্ষ থেকে সরিয়ে নিয়ে না যায়। কারণ এ প্রজন্মের কাছে একদিন আমরা ক্ষমতা হস্তান্তর করব।

বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় এ প্রস্তাব দেন তিনি।