মুক্তিযোদ্ধা কোটার পক্ষে পবিত্র কোরআন থেকে 'দলিল'  ঢাবির সমাজবিজ্ঞানের  অধ্যাপকের  - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

মুক্তিযোদ্ধা কোটার পক্ষে পবিত্র কোরআন থেকে ‘দলিল’  ঢাবির সমাজবিজ্ঞানের  অধ্যাপকের 

Ashraful প্রকাশ: ২৭ জুন, ২০২৪ ১২:০৭

মুক্তিযোদ্ধা কোটার পক্ষে ‘দলিল’ হিসেবে পবিত্র কোরআনের  সূরা আনফালের আয়াত তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন।

 আ ক ম জামাল উদ্দীন দাবি বলের, পবিত্র কোরআনের সুরা আনফালে পরিষ্কারভাবে বলা আছে— ‘যারা বিজিত বাহিনী হবে তারা দেশের সম্পদ, চাকরি, অর্থ ও ভূখণ্ডের ৮০ ভাগ অর্থাৎ ৪ ভাগের নিয়ন্ত্রণ পাবে তারা। আর বাকি একভাগ থাকবে গরিব- দুঃস্থ এতিমদের জন্য।’

তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর যে অন্ধকার যুগের সূচনা হয়েছে সেখানে বীর মুক্তিযোদ্ধাদের কোনোকিছুই দেওয়া হয়নি অথচ তারা ছিল বিজিত বাহিনী।