ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক

Ashraful প্রকাশ: ০১ জুলাই, ২০২৪ ১৬:৫৯

জানিবুল আলম শোয়েব ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন, যেখানে তার CGPA ছিল ৩.৯৫ (৪.০০ এর মধ্যে)। তিনি ২০১৬ সালে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ লাভ করেন এবং এই স্কলারশিপের মাধ্যমে ফ্রান্সের এক্স-মার্সেই বিশ্ববিদ্যালয় (Aix-Marseille University) এবং জার্মানির কার্লসরুহের প্রযুক্তি ইনস্টিটিউট (Karlsruhe Institute of Technology, KIT) থেকে অপটিক্স এন্ড ফটোনিক্স-এ ডাবল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ইউরোপে মাস্টার্স ডিগ্রি শেষ করে যোগ দেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক হিসেবে। এরপর তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন, যেখানে তিনি শিক্ষাদান, গবেষণা এবং শিক্ষার্থীদের পরামর্শ প্রদানের মাধ্যমে এগ্রি ইঞ্জিনিয়ারিং-এর উন্নয়নে অবদান রাখছেন। শোয়েবের এই সাফল্য ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সকল ছাত্রছাত্রীদের জন্য একটি বড় অনুপ্রেরণা, যা প্রমাণ করে যে উচ্চশিক্ষা এবং পেশাগত ক্ষেত্রে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব।