কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে গতকালকের ব্লকেড কর্মসূচিতে কুমিল্লাক্স চট্রগ্রাম সহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আজ (১২ জুলাই) শুক্রবার সন্ধ্যা ৭টায় টায় মশাল মিছিল ও প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে প্রধান ফটকে গিয়ে অবস্থান নিয়ে ঘন্টা ব্যাপি সমাবেশ করেন। এসময় মহাসড়কের বিপরিত পার্শ্বে অবস্থান করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে।
বিক্ষোভ চলাকালীন সময়ে কোটা বাতিলের দাবিতে ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা হত্যার অপর নাম, কোটা প্রথার জয়গান’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, কোটা প্রথা মানে না’, ‘চলছে দাবি চলবে, কোটার শিকড় জ্বলবে’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে পুলিশি হামলার নিন্দা ও জড়িতদের বিচার দাবি করেন।তারা আরও জানান আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। পুলিশ বাঁধা দিয়েছে আমাদের উপর হামলা করেছে আমরা আঘাতপ্রাপ্ত হয়েও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। তবে আবারও যদি হামলা চালানো হয় তবে আরোও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, অনগ্রসর যারা তাদের কোটা ব্যতিত সকল ধরনের বৈষম্যমুলক কোটা বাতিল করতে হবে, হামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না।
গকোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়া সমাবেশ শেষ করে মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনকারীরা।