বিইউপিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর নতুন যাত্রা শুরু - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বিইউপিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর নতুন যাত্রা শুরু

অনলাইন ডেস্ক প্রকাশ: ১৪ জুলাই, ২০২৪, ০৯:৪৫

বিইউপি প্রতিনিধি :

সারাদেশের তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এবার বিইউপিতে কার্যক্রম শুরু করেছে। ২৩-২৪ কার্যবর্ষের জন্য হামীম আল ফুয়াদের সভাপতিত্বে বিইউপি শাখায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দেবাদৃতা দিপা।

গত ২৬ জুন, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রথমবারের মতো বিইউপি শাখার কমিটি ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জনাব মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ।

এছাড়াও কমিটিতে বিভিন্ন সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন শিবলী মোস্তফা খান, দিবারুল ইসলাম দীপ, শাহ আরুফা জাফনা, মো: মাহামুদুল হাসান, মাহমুদুল হাসান আশিক, শরীফুল ইসলাম হৃদয়, ইলিয়াস কবির, সুমাইয়া জান্নাত সুমি, জুবায়ের আহমেদ, মহব্বত উল্লাহ, সৈয়দ হাসিবুল হাসান, নিয়ামুল হাসান সাকিব, , ইসরাত জাহান, ও মাহফুজা লুবনা।

শাখার নতুন সভাপতি হামীম আল ফুয়াদ বলেন, “বিইউপি শিক্ষার্থীরা তরুণ কলাম লেখক ফোরামের হাত ধরে নিজেদের লেখালেখিতে সৃজন চর্চার পথে একধাপ এগিয়ে যাবে এবং সৃষ্টিশীল লেখকদের সংগঠিত করবে”

এবং দেবাদৃতা দিপা বলেন, “নিজেদের লেখালেখির হাত কে দক্ষ করতে ও লেখালেখি সম্পর্কিত কাজের প্রসার ঘটাতে বিইউপিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস”

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

~হামীম আল ফুয়াদ, বিইউপি