কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ ববি শিক্ষার্থী - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ ববি শিক্ষার্থী

অনলাইন ডেস্ক প্রকাশ: ১৭ জুলাই, ২০২৪, ১৫:২২

ববি প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী রেদোয়ান উল ইসলাম। তিনি ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার বরিশাল শহরের নথুল্লাবাদ এলাকায় কোটাবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের ছোড়া গুলিতে আহত হন তিনি।

বুধবার বিকেল সাড়ে ৪টায় কোটা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। এ সময় পুলিশের ছোড়া শটগানের গুলি এসে লাগে রেদোয়ানের ঘাড়ে। আশপাশের মানুষের সহায়তায় তাকে ইসলামিয়া হাসপাতালে নেয়া হয়।

রেদোয়ানের সহপাঠী বাসুদেব কর্মকার বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলনে পুলিশ কেন গুলি চালাবে? পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছে রেদোয়ান। এমন অন্যায় হামলার আমরা যথাযথ বিচার চাই।