বেরোবিতে গণত্রাণ কর্মসূচি আয়োজিত - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বেরোবিতে গণত্রাণ কর্মসূচি আয়োজিত

Ashraful প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৪, ০৩:০৯

বেরোবি প্রতিনিধি

হঠাৎ ভারি বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ বন্যাদুর্গত জেলায় সহযোগিতা পাঠাতে ত্রাণ সংগ্রহে গণত্রাণ কর্মসূচি আয়োজন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা।

শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মূল ফটকে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই কর্মসূচি চলে। কর্মসূচিতে সর্বস্তরের মানুষ বন্যাদুর্গতদের সহায়তায় নগদ অর্থ, শুকনা খাদ্য ও পোশাক দান করেন।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, আমরা বন্যাদুর্গতদের সাধ্যমতো সহায়তার জন্য এই কর্মসূচি আয়োজন করেছি। অনেকেই শুকনা খাবার, কাপড় ও নগদ অর্থ নিয়ে এসেছে। আমরা এই ত্রাণ সামগ্রী সংগ্রহের পর দুর্গত এলাকায় পাঠাব।