খুলে দিলো তিস্তার সবকটি জলকপাট - উত্তরবঙ্গে ফের বন্যা - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

খুলে দিলো তিস্তার সবকটি জলকপাট – উত্তরবঙ্গে ফের বন্যা

Rakib Hasan প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৫

গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টির সাথে সাথে বেড়ে গেছে উত্তরের সবকয়টি নদীর পানি৷ এমতবস্থায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ডুবে গেছে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ আশেপাশের জেলার বেশ কিছু নিম্নাঞ্চল।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে,”ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়েছে। তিস্তা, ধরলা, দুধকুমার, আপার করতোয়া, আপার আত্রাই, পুনর্ভবা, টাঙন, ইছামতি, যমুনা ও যমুনেশ্বরী নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করে এসব জেলার সংশ্লিষ্ট চরাঞ্চল এবং কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে”

আজ কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী,গত ১২ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতলে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা বলেন , তিস্তা ব্যারেজ এর সবকটি গেইট খুলে দেওয়ায় ভারত থেকে আসা পানিতে দ্রুত ডুবে যাচ্ছে রংপুর অঞ্চল এবং প্লাবিত হচ্ছে ফসলের ক্ষেত, ক্ষতিগ্রস্ত হচ্ছে গবাদিপশু এবং নারী ও শিশুদের দেখা দিচ্ছে নানান অসুস্থতা। শুকনো খাবার ও নিরাপদ পানির অপর্যাপ্ততা ভোগাচ্ছে প্রতিটি বন্যা আক্রান্ত জনপদ কে।

প্রতিটি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।বন্যা মোকাবিলায় সরকার ও সারাদেশের কাছে স্থায়ী সমাধান চান উত্তরবঙ্গের মানুষ।

হামীম আল ফুয়াদ 

বিইউপি প্রতিনিধি