রিমন এবং নাঈমুরের নেতৃত্বে লাকসাম–মনোহরগঞ্জ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

রিমন এবং নাঈমুরের নেতৃত্বে লাকসাম–মনোহরগঞ্জ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন

অনলাইন ডেস্ক প্রকাশ: ০৬ অক্টোবর, ২০২৪, ১১:৩৮

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন লাকসাম মনোহরগঞ্জ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের আগামী এক বছরের জন্য দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে আছেন পদার্থবিজ্ঞান ১৪ তম ব্যাচের শিক্ষার্থী রিমন মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন ফার্মেসি বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী নাঈমুর রহমান।

শনিবার (৫ অক্টোবর) সংগঠনের সাবেক সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি ও সাধারণ সম্পাদক সাফায়েত সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, আগামী ১ (এক) মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।