নানা উতরাই পেরিয়ে ইতালিতে গিয়ে কাজ শুরুর আগেই লাশ হয়ে গেলেন সেলিম - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

নানা উতরাই পেরিয়ে ইতালিতে গিয়ে কাজ শুরুর আগেই লাশ হয়ে গেলেন সেলিম

Rakib Hasan প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৪, ১২:২৫

ভাগ্য ফেরাতে বিভিন্ন  বাধা-বিপত্তি পেরিয়ে সাগরপথে  ইতালিতে গিয়ে ছিলেন ৩২ বছর বয়সী সেলিম শেখ। তবে তার ভাগ্যের চাকা ঘুরে নাই,তার আগেই সেই দেশের সড়কে প্রাণ হারালেন। 

বুধবার (৯ অক্টোবর) সকালে সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম

নিহত সেলিম ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের মো. সেকেন শেখের ছেলে। মা-বাবাসহ তার স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে।

নিহত সেলিমের স্বজনরা জানান, তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন সেলিম। তার স্ত্রী ও দুটি শিশু ছেলে সন্তান রয়েছে। যে কারণে সংসারের দায়িত্ব ছিল তার বেশি।