পাবিপ্রবি প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

পাবিপ্রবি প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে

Paru Vai প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৪, ১৪:২৯

আজ বৃহস্পতিবার র‍্যালি, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুল-আওয়াল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাশেদুল হক।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী, সহকারী পরিচালক মো. বাবুল হোসেন, বৈশাখী টিভির পাবনা প্রতিনিধি মিজানুর রহমান সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।