পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন শিবির পলিটেকনিক শাখায় - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন শিবির পলিটেকনিক শাখায়

Paru Vai প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৪, ১৭:১৬

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর শহর শাখার পলিটেকনিক শাখা।

মঙ্গলবার ( ২৯/১০/২০২৪ইং) লক্ষ্মীপুর শহরের পলিটেকনিক শাখাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর শহর শাখার স্কুল কার্যক্রম সম্পাদক শরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটেকনিক শাখার সাবেক সভাপতি জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন পলিটেকনিক শাখার সভাপতি।

প্রধান অতিথি বলেন, “যখন মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব উঠে যায় তখন তারা মানুষের মৃত্যুর পরে লাশের উপর তারা নৃত্য করতে পারে। তারা সাপের মতো মানুষকে হত্যা করেছিল। সেইদিন ছিল আটাশে অক্টোবর।

যারা ইসলামের কথা বলে, ইসলামের নিয়ম কানুন মেনে চলে তাঁরা তখন বাতিলের শত্রু হয়ে যায়।

আটাশে অক্টোবর আমাদেরকে মুক্তি দিয়েছে। কালের পরিক্রমায় তারা আজ নিষিদ্ধ।”

পলিটেকনিক শাখার সভাপতি বলেন, “২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর হামলা চালিয়েছে। আমরা সেখানে দেখেছি সেই জায়গা থেকে আমাদের ভাইয়েরা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। সেখান থেকে তারা পালিয়ে যান নি। আমরা সেই ভাইদের থেকে অনুপ্রেরণা নিয়ে ইসলামী আন্দোলনের কাজ সঠিকভাবে আনজাম দিতে পারি। সেই সকল শহিদদের ভাইদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি।”

হাসিবুর রশীদ
ক্যাম্পাস প্রতিনিধি, এলপিআই