দেখে ১২ বয়স মনে হলেও,বয়স আসলে ২২ এবং করেন মাদক ব্যবসা - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

দেখে ১২ বয়স মনে হলেও,বয়স আসলে ২২ এবং করেন মাদক ব্যবসা

Rakib Hasan প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৪, ১৫:৩৩

নাসিম, একজন ২২ বছর বয়সী যুবক, প্রথম দেখাতে ১২ বছরের স্কুল পড়ুয়া কিশোর মনে হলেও মাদক ব্যবসায় জড়িত। শরীয়তপুরের গোসাইরহাট থানার পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে। নাসিম গোসাইরহাট ইউনিয়নের কাশিখণ্ড গ্রামের তফসিল জসিমের ছেলে।

পুলিশ জানায়, নাসিমের বয়স জাতীয় পরিচয়পত্রে ২২ উল্লেখ আছে। ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়, এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আলম বলেন, পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।