বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মো. নুরুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাত ১২টায় চালককে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা।
উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁঞা জানান, আমরা চালককে আটক করেছি। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তি প্রদান করা হবে।