যৌনকর্মী সন্দেহে নারীর ব্যাগ তল্লাশি, তোপের মুখে চবির ২ ছাত্র - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

যৌনকর্মী সন্দেহে নারীর ব্যাগ তল্লাশি, তোপের মুখে চবির ২ ছাত্র

Ashraful প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৪, ১৩:৩৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় সোমবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র, মো. রায়হান এবং মো. সাব্বির, এক নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে জনতার রোষের মুখে পড়েন। ওই ছাত্ররা সেই নারীকে যৌনকর্মী বলে সন্দেহ করে বিভিন্ন অবমাননাকর মন্তব্য করেন। তখন নারীর স্বামী এসে প্রতিবাদ করলে জনতা জড়ো হয়ে দুই ছাত্রকে ঘেরাও করে পিটুনি দেওয়ার চেষ্টা করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ সকলকে আইন নিজের হাতে না নেওয়ার অনুরোধ করেন এবং সন্দেহজনক কিছু দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।