মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কন্টেস্ট - পাবলিকিয়ান টুডে | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কন্টেস্ট

Ashraful প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৪, ১৩:৪৮

মোঃ আনোয়ার হোসাইন
প্রতিনিধি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি

সি এস ই সোসাইটি ,মেট্রোপলিটন ইউনিভার্সিটির আয়োজনে সিলেট বিভাগের সকল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও আইটি ডিপার্টমেন্টের কম্পিটিটিভ প্রোগ্রামারদের অংশগ্রহণে আগামী ১৬ই নভেম্ভর ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কন্টেস্ট । আয়োজকেরা ইতিমধ্যে সিলেটের সকল পাবলিক, প্রাইভেট, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়সহ ও ইঞ্জিনিয়ারিং কলেজসমুহে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। কন্টেস্ট হবে স্ট্যান্ডার্ড আইসিপিসি ফরম্যাট অনুসরণ করে। এতে একটি টিমে তিনজন অংশগ্রহণ করতে পারবে। প্রতি টিমের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০০ টাকা। এবং এতে সর্বমোট ৫০,০০০ প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। মেট্রোপলিটন ইউনিভার্সিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্ট এবারই প্রথম। তাই এই আয়োজন নিয়ে কর্তৃপক্ষ বেশ আশাবাদী ।